এডওয়ার্ড কলেজ বধ্যভূমি
পাবনার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এডওয়ার্ড কলেজের পুব পাশে সিংগা ইছামতির নদীর ধারে একটি বধ্যভূমি ছিল। পাক সেনারা যুদ্ধ চলাকালে নুরপুর এবং বিসিকে সাধারণ মানুষকে হত্যার পর এডওয়ার্ড কলেজের পাশ দিয়ে প্রবাহিত ইছামতি নদীর পাড়ে পুঁতে রাখতো। যুদ্ধের পর এখানে অনেক মানুষের হাড়গোড় ও কঙ্কাল পাওয়া যায়। এখানে কোন স্মৃতিসৌধ গড়ে ওঠেনি।