কালিকাপুর গণকবর
পটুয়াখালী জেলার কালিকাপুরে রয়েছে গণকবর। যুদ্ধকালীন সময়ে পটুয়াখালীতে পাক বাহিনীর গুলিতে নিহত অজ্ঞাত অসংখ্য শহীদকে এই গণকবরে সমাহিত করা হয়। স্বাধীনতার পর এই গণকবরটি আবিষ্কৃত হয়। (সূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১১৫, ৪৫৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪২৭; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৪০; দৈনিক সংবাদ, ১৯ ডিসেম্বর ১৯৯৩)