You dont have javascript enabled! Please enable it! লাউকাঠী নদীর বর্তমান সেতুর দক্ষিণ পাড় বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

লাউকাঠী নদীর বর্তমান সেতুর দক্ষিণ পাড় বধ্যভূমি

মুক্তিযোদ্ধা এড. সর্দার আব্দুর রশিদ জেলা ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক জানান, পটুয়াখালী লাউকাঠী নদীর বর্তমান সেতুর দক্ষিণ পারে রাস্তার ওপরে একটি খালে কালভার্ট ছিলো এবং পাশে লাউকাঠী নদী। নদী ও খাল পারের ওই জায়গায় পাক বাহিনী গুলি করে মেরে ফেলে পটুয়াখালীর আনসারের পি.সি. আব্দুর রহমান, সোনালী ব্যাংকের ড্রাইভার শহরের মুসলিম পাড়া এলাকার আকবর মিয়াসহ ১০-১২ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে। তিনি বলেন, “বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধ করে আমি ১৭ কি ১৮ ডিসেম্বর পটুয়াখালীতে যখন আসি তখন ওই জায়গায় যারা শহীদ হয়েছেন তাঁদের দাফন বা গণকবর দেওয়ারও সুযোগ হয়নি”। তবে তিনি হত্যাকাণ্ডের তারিখটি স্মরণ করতে পারেননি।