সোনাইমুড়ি বধ্যভূমি
একাত্তরে মে মাসের শেষের দিকে পাক হানাদার বাহিনী সোনাইমুড়ি আক্রমণ করে এবং অনেককে হত্যা করে। তার মধ্যে একজনের নাম ছিল মজ্জু মিয়া। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৩৮৯; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১৪৩; মুক্তিযুদ্ধে নোয়াখালী-জোবাইদা নাসরীন, পৃ.-১১৩)