You dont have javascript enabled! Please enable it! সোনাইমুড়ি বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সোনাইমুড়ি বধ্যভূমি

একাত্তরে মে মাসের শেষের দিকে পাক হানাদার বাহিনী সোনাইমুড়ি আক্রমণ করে এবং অনেককে হত্যা করে। তার মধ্যে একজনের নাম ছিল মজ্জু মিয়া। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৩৮৯; একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১৪৩; মুক্তিযুদ্ধে নোয়াখালী-জোবাইদা নাসরীন, পৃ.-১১৩)