কালীবাবু গ্যারেজ বধ্যভূমি
বেগমগঞ্জের কালীবাবুর গ্যারেজের সামনের ডোবা একটি বধ্যভূমি। বর্তমানে এখানে সমবায় অফিস খোলা হয়েছে। এই দোতলায় ছিল রাজাকার ক্যাম্প। স্থানীয় লোকজন জানান, প্রতিরাতেই মানুষ ধরে এনে এখানে হত্যা করা হতো। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল রাজাকার মুনীর, জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক মহিউদ্দিন এবং ফজলে আজিম। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৩৮৯; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১৪৩; মুক্তিযুদ্ধে নোয়াখালী-জোবাইদা নাসরীন, পৃ.-১২১-১২২)