You dont have javascript enabled! Please enable it! চৌমুহনী দীঘি বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

চৌমুহনী দীঘি বধ্যভূমি

নোয়াখালিতে চৌমুহনী দীঘির দক্ষিণপাড়েও পাওয়া গেছে অসংখ্য মানুষের লাশ। এখন যেখানে রোডস এন্ড হাইওয়ে স্টোর তার ঠিক দক্ষিণ দিকে অগুনতি স্বাধীনতাকামী মানুষের লাশ বালির নিচে চাপা দেওয়া হয়েছিল। এখান থেকে বহু মানুষের হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১২৬; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৩৮৯; একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১৪২-১৪৩; মুক্তিযুদ্ধে নোয়াখালী-জোবাইদা নাসরীন, পৃ.-১২১)