আজগরা গণহত্যা
মুক্তিযুদ্ধ চলাকালীন দূর্গাপুর থেকে পাকসেনারা কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের আজগরা গ্রামে এসে এলোপাথারি গুলি চালিয়ে অনেক নর নারী ও শিশুকে হত্যা করে। সাবেক ইউপি সদস্য আবদুল হাসিম, ডা. আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন জানান, মহর আলী, শৈলেশ চন্দ্র পাল, ইব্রাহিম খলিল, সর উদ্দিন, সিরাজ উদ্দিন, আবদুল হাই, আবদুল হামিদ, সিরাজুল ইসলাম, ইন্নছ আলী, আবদুল মজিদ ও আবদুল আজিজ সহ ৮১ জনকে হত্যা করা হয়। (ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও কলমাকান্দা-এ কে এম মঞ্জুরুল হক তারা, ৪২ পৃ.।)