You dont have javascript enabled! Please enable it!

পূর্বধলা পুকুরিয়াকান্দা বধ্যভূমি

পূর্বধলা উপজেলা সদরের পুকুরদিয়া এলাকায় ধলাই নদীর পাড়ে পূর্ব্ধলা পুকুরিয়াকান্দা বধ্যভূমিটি। এই বধ্যভূমিতে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন অসংখ্য নিরীহ মানুষ। এখানে ৮/১০ জনকে একই রশিতে বেঁধে হানাদাররা গুলি চালাতো। এই বধ্যভূমিতে কাছিম উদ্দিন, চান্দু হাজী, যতীন্দ্র সরকার ও তার ছেলে সুবোধ সরকার, ফজর আলী ও আবদুল আজিজকে খান সেনারা স্থানীয় দালালদের সহায়তায় ধরে এনে গুলি করা হত্যা করে। বাকি আরো অনেকের পরিচয় মেলেনি। (সুত্র: নেত্রকোনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস-আলি আহাম্মদ আইয়োব, পৃ.-১০৬)