ঘোড়াইল বধ্যভূমি
কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সেনের বাজারের কাছে ঘোড়াইল গ্রামে ঘোড়াইল বধ্যভূমিটি। ১৯৭১ সালে ৫ সেপ্টেম্বর রোববার স্থানীয় দালালের সহায়তায় ধরে এনে এখানে একসঙ্গে ৬জনকে গুলি করে হত্যা করে পাক সেনারা। শহীদরা হচ্ছেন-ধীরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, রমেশ চন্দ্র বনিক, অনিল চন্দ্র বনিক, হরেন্দ্র চন্দ্র বনিক, নন্দ কিশোর দে ও উপেন্দ্র পোদ্দার। (সূত্র: মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ও মুক্তিযোদ্ধা আবদুল খালেক)