You dont have javascript enabled! Please enable it!

বিরিশিরি বধ্যভূমি

দূর্গাপুরে উপজেলার বিরিশিরি এলাকায় সুমেশ্বরী নদীর তীরে বিরিশিরি বধ্যভূমিটি। এই বধ্যভূমিতে বৃহত্তর ময়মনসিংহের অসংখ্য মানুষকে পাক হানাদাররা হত্যা করে। কেতাব আলি তালুকদার, আমছর মেম্বার ও হামিদ মেম্বারসহ স্থানীয় কয়েকজন দালালের সহায়তায় বিরিশিরি হানাদার বাহিনীর ক্যাম্পের মেজর সুলতানের নেতৃত্বে এখানে হত্যাযজ্ঞ চলতো। ১৬ অগাস্ট অধ্যাপক আরজ আলীকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে তারা। শিক্ষক এম এ আওয়াল, ধনাঢ্য ব্যক্তি গৌরাঙ্গ সাহা, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক সুরুজ আলী, মোকশেদ আলী, শহীদ মিয়া, আবু মণ্ডল, আবদুল লতিফ, মাখন মাস্টার, জালাল মাস্টার, সতীশ বর্মন, নিতাই বর্মন, আসমত খাঁ ও তার ছেলে লাল খাঁ, বিল্লাল হোসেন ও তার ভাই দিলদার হোসেন, অতুলেশ্বর সান্যাল, আশুতোষ সান্যাল। আবদুল আজিজ, আবদুল গনি, তালে হোসেন ওরফে ছোট্রনী, মোহাম্মদ আলী হোসেনকে এখানে গুলি করে হত্যা করে পাক সেনারা। (সুত্র: নেত্রকোনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস-আলি আহাম্মদ আইয়োব, পৃ.-১০৭ ও ১০৮; দৈনিক বাংলাদেশ সময়-২৭ ডিসেম্বর ২০১১)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!