You dont have javascript enabled! Please enable it! বিরিশিরি বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

বিরিশিরি বধ্যভূমি

দূর্গাপুরে উপজেলার বিরিশিরি এলাকায় সুমেশ্বরী নদীর তীরে বিরিশিরি বধ্যভূমিটি। এই বধ্যভূমিতে বৃহত্তর ময়মনসিংহের অসংখ্য মানুষকে পাক হানাদাররা হত্যা করে। কেতাব আলি তালুকদার, আমছর মেম্বার ও হামিদ মেম্বারসহ স্থানীয় কয়েকজন দালালের সহায়তায় বিরিশিরি হানাদার বাহিনীর ক্যাম্পের মেজর সুলতানের নেতৃত্বে এখানে হত্যাযজ্ঞ চলতো। ১৬ অগাস্ট অধ্যাপক আরজ আলীকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে তারা। শিক্ষক এম এ আওয়াল, ধনাঢ্য ব্যক্তি গৌরাঙ্গ সাহা, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক সুরুজ আলী, মোকশেদ আলী, শহীদ মিয়া, আবু মণ্ডল, আবদুল লতিফ, মাখন মাস্টার, জালাল মাস্টার, সতীশ বর্মন, নিতাই বর্মন, আসমত খাঁ ও তার ছেলে লাল খাঁ, বিল্লাল হোসেন ও তার ভাই দিলদার হোসেন, অতুলেশ্বর সান্যাল, আশুতোষ সান্যাল। আবদুল আজিজ, আবদুল গনি, তালে হোসেন ওরফে ছোট্রনী, মোহাম্মদ আলী হোসেনকে এখানে গুলি করে হত্যা করে পাক সেনারা। (সুত্র: নেত্রকোনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস-আলি আহাম্মদ আইয়োব, পৃ.-১০৭ ও ১০৮; দৈনিক বাংলাদেশ সময়-২৭ ডিসেম্বর ২০১১)