জারিয়া বধ্যভূমি
পূর্বধলা উপজেলার জারিয়া রেল স্টেশনের পুব দিকে সাদা মাটির পরিশোধনাগারের পাশে কংস নদীর তীরে জারিয়া বধ্যভূমির অবস্থান।
জারিয়া রেল স্টেশনের বিশ্রামাগারটির অস্থায়ী হানাদার ক্যাম্পে এনে নির্যাতনের পর জারিয়া বধ্যভূমিতে হত্যা করে কংস নদের জলে লাশ ভাসিয়ে দিত। এখানে উপেন্দ্র চন্দ্র দাস, সুবোধ চন্দ্র দাস, নিশীকান্ত দাস, অশ্বিনী কান্ত দাস, আবদুল কাদির, আছর আলী, জলধর সূত্রধর, ব্রজেন্দ্র বর্মন, সদরজমা খাঁ, সব্দুল বিশ্বাস, আবু সিদ্দিক ও আবদুল খালেককে হত্যা করে। এছাড়াও পরিচয় জানা যায়নি এমন অনেককে এখানে স্থানীয় দালালদের সহায়তায় পাক সেনারা হত্যা করে। (সুত্র: নেত্রকোনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস-আলি আহাম্মদ আইয়োব, পৃ.-১০৬ ও ১০৭)