You dont have javascript enabled! Please enable it! ত্রিমোহনী সেতু বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

ত্রিমোহনী সেতু বধ্যভূমি

নেত্রকোনা পূর্বধলা উপজেলার ত্রিমোহনী বাজারের পাশে পূর্বধলা সড়কের ত্রিমোহনী সেতু বধ্যভূমিতে অনেক লোককে হত্যা করে পাক সেনারা। এখানে নেত্রকোনার প্রথম ৩ জন শহীদকে হত্যা করা হয়। পাক সেনারা নেত্রকোনায় প্রথম সকালে এসেই স্থানীয় দালালদের সহায়তায় ডা. মিহির সেন, সিদ্ধার্থ সেন ও করুনা দে’কে ধরে এনে বিকালে ত্রিমোহনী সেতুর বধ্যভূমিতে হত্যা করে।

২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে আর ২৬ জনকে একসঙ্গে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। শহীদ ২৬ জন হলেন – সুরেন্দ্র চন্দ্র সাহা রায়, সতীশ চন্দ্র সরকার, দুর্গানাথ চক্রবর্ত্তী, ব্রজেন্দ্র চন্দ্র সরকার, মতিলাল সাহা (১), পীযূষ কান্তি সাহা, দিপক কুমার সাহা, দিলীপ কুমার পাল, সন্তোষ চন্দ্র পাল (১), সন্তোষ চন্দ্র পাল, রমেন্দ্র নারায়ণ চক্রবর্ত্তী, অজিত কুমার সাহা, সতীষ চন্দ্র সাহা, স্বদেশ দত্ত, যোগেন্দ্র চন্দ্র সরকার, বিনন্দ চন্দ্র দে, মনিন্দ্র চন্দ্র সরকার ও অজ্ঞাত নামা একজন। ৫ আশ্বিন বৃহস্পতিবার রাত ১১টার দিকে শিক্ষক কামিনী চক্রবর্ত্তী ও তার ভাই দূর্গাচরণ চক্রবর্ত্তীকে এবং ৯ ভাদ্র অনিল পণ্ডিতকে গুলি করে হত্যা করে পাক সেনারা। (সুত্র: নেত্রকোনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস-আলি আহাম্মদ আইয়োব, পৃ.-১০৩, ১০৪ ও ১০৫)