You dont have javascript enabled! Please enable it!

মোক্তারপাড়া সেতু বধ্যভূমি

নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়ায় মগড়া নদীর উপর মোক্তারপাড়া সেতু। স্থানীয় দালালদের সহায়তায় পাক হানাদাররা লোকজনদের ধরে এনে প্রায় প্রতি রাতেই এ সেতুর উপর দাঁড় করিয়ে গুলি করে লাশ নদীতে ফেলে দিত। মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী জানান, বাংলা ১৩৭৮ সনের ২২ শ্রাবণ আইনজীবী অখিল সেন ও তার ভাই হেম সেন, কার্তিক মাসের শেষ সপ্তাহে বদিউজ্জামান মুক্তা, আবদুল মালেক শান্ত, আবু সিদ্দিক, ইসমাইল হোসেনকে গুলি করে হত্যা করা হয়।

এ ছাড়াও এখানে নাম না জানা অসংখ্য মুক্তিকামী মানুষকে হত্যা করে হানাদার ও তাঁদের এ দেশীয় দোসররা। (সুত্র: নেত্রকোনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস-আলি আহাম্মদ আইয়োব, পৃ.-১০৪ ও ১০৫)