মোক্তারপাড়া সেতু বধ্যভূমি
নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়ায় মগড়া নদীর উপর মোক্তারপাড়া সেতু। স্থানীয় দালালদের সহায়তায় পাক হানাদাররা লোকজনদের ধরে এনে প্রায় প্রতি রাতেই এ সেতুর উপর দাঁড় করিয়ে গুলি করে লাশ নদীতে ফেলে দিত। মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী জানান, বাংলা ১৩৭৮ সনের ২২ শ্রাবণ আইনজীবী অখিল সেন ও তার ভাই হেম সেন, কার্তিক মাসের শেষ সপ্তাহে বদিউজ্জামান মুক্তা, আবদুল মালেক শান্ত, আবু সিদ্দিক, ইসমাইল হোসেনকে গুলি করে হত্যা করা হয়।
এ ছাড়াও এখানে নাম না জানা অসংখ্য মুক্তিকামী মানুষকে হত্যা করে হানাদার ও তাঁদের এ দেশীয় দোসররা। (সুত্র: নেত্রকোনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস-আলি আহাম্মদ আইয়োব, পৃ.-১০৪ ও ১০৫)