সৈয়দপুর টেকনিক্যাল স্কুল
পাক বাহিনী ও তাঁদের বিহারি দোসররা সৈয়দপুরে টেকনিক্যাল স্কুলটিকে হত্যা ও নারী নির্যাতন কেন্দ্রে পরিণত করেছিল। ১ এপ্রিল মেজর গুল, মেজর জাভেদ বখতিয়ার, কর্ণেল শফিসহ কয়েকজন পাক অফিসার ও তাঁদের বিহারি দোসররা প্রকৌশলী ফজলুর রহমান, তার ভাই রফিকুল ইসলাম, ভাগ্নে আনোয়ার হোসেন এবং রুহুল আমিনকে তাঁদের বাড়ি থেকে ধরে এনে এই স্কুলে আটকে রাখে। নির্মম নির্যাতন চালিয়ে তাঁদের হত্যা করা হয়। প্রকৌশলী ফজলুর রহমানের স্ত্রীসহ আরও অন্তত ৬/৭শ’ নারীকে বিহারিদের প্রত্যক্ষ সহযোগিতায় পাক হায়েনারা ধরে এনে এই স্কুলে আটকে রাখে। দিনের পর দিন আটকে রেখে তাঁদের উপর চালানো হয় পাশবিক নির্যাতন। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২২২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৪০৯)