You dont have javascript enabled! Please enable it! আটশ’ ৪৮ জন শহীদের রক্তস্নাত নীলফামারী - সংগ্রামের নোটবুক

আটশ’ ৪৮ জন শহীদের রক্তস্নাত নীলফামারী

রংপুরে বালাখানা বধ্যভুমিতে সৈয়দপুরের বিশিষ্টজনদের হত্যাকাণ্ড অবাঙালি অধ্যুষিত শহর সৈয়দপুরে চিকিৎসক, রাজনৈতিক নেতা, শিক্ষক, বুদ্ধিজীবী ব্যবসায়ীসহ ৪৮৭ জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করে পাকসেনা ও তাঁদের দোসর পাকিস্তানপন্থী বিহারিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের পর থেকেই এখানকার বিহারিরা নিরীহ বাঙালিদের ওপর নির্যাতন শুরু করে। ২৫ মার্চ রাতে তৎকালীন এমপিএ ডা. জিকরুল হক, ডা. সামশুল হক, ডা. বদিউজ্জামান, ডা. স্বাধীনতাকামী মানুষকে ধরে নিয়ে যাওয়া হয় সৈয়দপুর ক্যান্টনমেন্টে। ১২ এপ্রিল রংপুর ক্যান্টনমেন্ট সংলগ্ন বালাখানা নামক স্থানে গুলি করে তাঁদের হত্যা করা হয়।