ফতুল্লা পঞ্চবটি হরিহরপাড়া বধ্যভূমি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন যমুনা অয়েল ডিপো (তৎকালীন ন্যাশনাল অয়েল মিল) মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে। যুদ্ধকালীন পুরো ৯ মাস নির্যাতন ও বধ্যভূমি হিসেবে ব্যবহার করেছে তারা। নির্যাতনের পর হাত-পা বেঁধে মানুষকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতো। পচে ফুলে বহু লাশ নদীতে ভেসে উঠেছে সে সময়। বিশেষ করে এই মিলের ভেতরে একটি টিন কারখানার ভিতরে নারীদের ওপর অত্যাচার করা হতো। দেশ স্বাধীন হওয়ার পর মিলের ভেতর থেকে নারীদের নির্যাতনের বহু আলামত পাওয়া গেছে। সেসময় ন্যাশনাল অয়েল মিলটির মালিক ছিল পাকিস্তানের সবেক প্রেসিডেন্ট আইয়ুব খানের ছেলে গহর আইউব। বর্তমানে মিলটির এক পাশে বধ্যভূমি লেখা সাইনবোর্ড রয়েছে। সে সময় সেখানে কি পরিমাণ মানূষ হত্যা ও নির্যাতন করা হয়েছে তার কোন পরিসংখ্যান নেই।