You dont have javascript enabled! Please enable it! আদমজী নগর শিমুলপাড়া বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

আদমজী নগর শিমুলপাড়া বধ্যভূমি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বিলুপ্ত আদমজী জুটি মিলের বিহারি ক্যাম্প ‘জম ঘর’ হিসেবে পরিচিত ছিল। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী জুট মিলের পাম্প হাউজের ভেতরে নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতনের ও গুলি করে হত্যার পর পানির পাম্প দিয়ে লাশ ধুয়ে নদীতে ফেলে দিতো। স্থানটি এলাকাবাসীর কাছে ‘জম ঘর’ হিসেবে পরিচিতি পায়। যুদ্ধের পর এখান থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। এছাড়া মিলের বেশ কয়েকজন শ্রমিককেও তারা হত্যা করেছে হানাদাররা। স্বাধীনতার পর এই বধ্যভুমিটির সন্ধান পাওয়া যায় বলে জানান নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।

পাকসেনারা নিরীহ সাধারণ মানুষকে হত্যা করে আদমজী জুট মিলের বিহারি ক্যাম্পের ভিতরের পুকুরে নিক্ষেপ করত। স্বাধীনতার পর এ পুকুর থেকে মানুষের হাড়গোড় উদ্ধার করা হয়।

স্বাধীনতার অব্যবহিত পরেই এই বধ্যভুমিটির সন্ধান পাওয়া গিয়েছিল। আদমজীনগর জুট্মিলের বেশ কিছু শ্রমিক এখানকার একটি ডোবা থেকে অনেক নরকঙ্কাল উদ্ধার করে। পাকহানাদার বাহিনী বিভিন্ন জায়গা থেকে বাঙালিদের ধরে এনে এখানে হত্যা করতো। এছাড়া এই মিলের বেশ কয়েকজন শ্রমিককেও তারা হত্যা করেছে বলে জানা যায়।