You dont have javascript enabled! Please enable it!

বাওড়া রেলওয়ে ব্রিজ বধ্যভূমি

নাটোরের লালপুর থানায় আজিমনগর-আব্দুলপুরের মাঝে ‘বাওড়া’ রেলওয়ে ব্রিজটি মহাশ্মশান নামে আজও খ্যাত। এটি ছিল আবদুলপুর, মালঞ্চি, আড়ানী, লোকমানপুর, ইয়াছিনপুর, গোপালপুর, ঈশ্বরদী ও নাটরের গণবন্দীদের বধ্যভূমি। তাঁদের রাতের আঁধারে ওয়াগন ভরে নিয়ে আসা হতো। গণহত্যার নিহতের লাশগুলো স্রোতের প্রবল তোড়ে ভেসে গেলেও কিছু কিছু লাশ আটকে থাকতো কিনারায় এবং বিক্ষিপ্তভাবে ঝোপে-জঙ্গলে। হাত বাধা, চোখ বাধা, বেয়োনেট দিয়ে খোঁচানো, গুলিবিদ্ধ ও গলাকাটা ছিল এসব লাশ। নিহতের সংখ্যার জানা যায়নি। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৬৭-১৬৮)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!