You dont have javascript enabled! Please enable it! দত্তপাড়া নারদ নদের পাড় বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

দত্তপাড়া নারদ নদের পাড় বধ্যভূমি

মুক্তিযুদ্ধের সময় নাটোরের নারদ নদের পাড় গোরস্থানকে বধ্যভূমি হিসেবে ব্যবহার করা হয়েছিল। উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে এনে এখানে নির্মমভাবে হত্যা করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: দৈনিক পূর্বদেশ, ৩ মার্চ ১৯৭২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৪১৭; একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১৩৪, ২৮১)