You dont have javascript enabled! Please enable it! ভাগার বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

ভাগার বধ্যভূমি

নাটোরের ভাগার ছিল পাকবাহিনী একটি বধ্যভূমি। তারা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে এনে এখানে নির্মমভাবে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: দৈনিক পূর্বদেশ, ৩ মার্চ ১৯৭২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৪১৭; একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১৩৪, ২৮১)