আরও হত্যাকাণ্ড
নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের আলগী, তরুণী ভূঁইয়ার বাড়িতে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে মুক্তিবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ১১ মুক্তিযোদ্ধা শহীদ হন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. কমান্ডার আ. মোতালিব পাঠান জানান, এমন সম্মুখ যুদ্ধ জেলায় আরো ৩৫ টি হয়েছে। তার মধ্যে আলগী, তরুনী ভূঁইয়ার বাড়ি, পাচদোনা ব্রিজ, বেলাব উপজেলার বড়ি বাড়ির সম্মুখ যুদ্ধে সুবেদার আবুল বাশারসহ অনেকেই নিহত হয় এবং মনোহরদী উপজেলার হাতিরদিয়ারও যুদ্ধ হয়েছে।
নরসিংদী সদর উপজেলার রাইনাদী তারা পুকুর পাড়ে প্রথম যুদ্ধ হয়। ’৭১ এর ৪ এপ্রিল ভোরে এ যুদ্ধে ২৫ পাকিস্তানি সেনা নিহত হয়। এরপর পাকিস্তানি সেনারা ১৭ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। নরসিংদী সদর উপজেলায় ২৩৬ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। কিন্তু তালিকায় লিপিবদ্ধ হয়েছে ১৩২ জনের নাম।