রায়পুরা হাটুভাঙ্গা রেলসেতু বধ্যভূমি
একাত্তরে স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী নরসিংদীর রায়পুরার হাটুভাঙ্গা রেলসেতুকে এক বধ্যভূমিতে পরিণত করে এবং এখানে তারা অনেককে হত্যা করেছে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: দৈনিক সংবাদ, ৩ ফেব্রুয়ারি ১৯৭২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৩৬৭; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-২৪)