নরসিংদী টেলিফোন এক্সচেঞ্জ বধ্যভূমি
নরসিংদী শহরের টেলিফোন এক্সচেঞ্জটি ছিল পাকবাহিনীর অন্যতম নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি। তারা এখানে অনেক মহিলাকে ধরে এনে শারীরিক ও পাশবিক নির্যাতন চালাতো এবং পরে তাঁদের হত্যা করতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্র: দৈনিক সংবাদ, ৩ ফেব্রুয়ারি ১৯৭২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৩৬৭; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-২৪)