ঘাসিরদিয়া বধ্যভূমি
শিবপুর থানার ঘাসিরদিয়া গ্রাম। পাশ দিয়েই চলে গেছে, নরসিংদী-শিবপুর রাস্তা। জেলা কাউন্সিলের এই কাঁচা রাস্তা দিয়েই পাক বাহিনী নরসিংদী, শিবপুর মনোহরদী যাতায়াত করতো। পাক বাহিনীর অবাধ যাতায়াতকে নিয়ন্ত্রন করার জন্য ও এলাকার মুক্তিযোদ্ধা মান্নান খানের গ্রুপের দুর্ধর্ষ কমান্ডার মজনু মৃধা ঘাসিরদিয়া গ্রামের পাশে মাইন পূতে রাখে।
যুদ্ধকালীন শিবপুর থানা কমান্ডার মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফটিক মাস্টার এবং মুক্তিযোদ্ধা শেখ রমিজ উদ্দিন জানান, অক্টোবর মাসে দিনটি ছিল ১ রমজান। পাক বাহিনীর সৈন্য বোঝাই একটি গাড়ি এই রাস্তা দিয়ে যাবার সময় মাইনের বিস্ফোরণ ঘটে। ভ্যানটি ছিটকে পড়ে বেশ কিছু পাক সৈন্য হতাহত হয়। এরপর হানাদাররা ঘাসিরদিয়া গ্রামের ২৭ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। এই গ্রামের আফহাব উদ্দিনের বাড়ির ৫ জনক হত্যা করে গণকবর দেওয়া হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরে সংগৃহীত তথ্য থেকে জানা যায়, নরসিংদীর ঘাসিরদিয়া পাকবাহিনীর বধ্যভূমি ছিল। যুদ্ধকালে এখানে তারা বহু বাঙালিকে ধরে এনে হত্যা করে। (সূত্র: দৈনিক সংবাদ, ৩ ফেব্রুয়ারি ১৯৭২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডাঃ এম এ হাসান, পৃ.-৩৬৭; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-২৪)