You dont have javascript enabled! Please enable it! আলগী হত্যাকাণ্ড - সংগ্রামের নোটবুক

আলগী হত্যাকাণ্ড

নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের আলগী এলাকার মুক্তিযোদ্ধা আ. ওয়াছেদ মিয়া (৬৫) জানান, পাকিস্তানি বাহিনী খুব সকালে আলগীতে হামলা করে। গ্রামের কয়েকজন সাধারণ লোক ধরে আনে। তাঁদেরকে লাইনে দাঁড় করিয়ে গুলি করতে যায়। এ সময় আনোয়ার নামে এক মুক্তিযোদ্ধা হানাদারদের বলেন, “আপনারা সাধারণ লোকদের মাইরেন না, আমি মুক্তিযোদ্ধা আমাকে মারেন”। তারপর সেনারা তাকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে প্রথমে গুলি করে, পরে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে পুকুরে ফেলে দেয়।

ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ড নরসিংদী আরমান বলেন, আমাদের মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল এখানে, এতে ৬ জন মুক্তিযোদ্ধাকে এনে মেরে ফেলে দেয়। (তারা পুকুর) আরও কয়েকটি লাশ এ পুকুরে এনে ফেলে দেয়।

নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্দার মোতালিব পাঠান বলেন, ১৯৭১ সালের ১৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার দিকে স্থানীয় রাজাকারদের সঙ্গে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে তারা আমাদের ক্যাম্প দখল করে নেয়। পাক বাহিনী ঘুমন্ত ৬ জন মুক্তিযোদ্ধাকে ধরে ফেলে এবং তাঁদের কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করে।