দক্ষিনপাড়া বধ্যভূমি
নওগাঁর দোগাছি গ্রামের দক্ষিণ পাড়ায় ছিল একটি বধ্যভূমি। পিরোজপুর, খিদিরপুর, চন্ডিপুর, রানীনগর থানার ত্রিমোহনী, নওগাঁ থানার বলিরঘাট, শিমুলদিয়া, ইলিশবাড়ি এবং সুলতানপুর থেকে পাক সেনারা অসংখ্য বাঙালিকে ধরে এনে দোগাছি গ্রামের দক্ষিন পাড়ায় নৃশংসভাবে হত্যা করে। এখানে ৬৭ জন নিহত হন। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)