You dont have javascript enabled! Please enable it! পাঠশালা স্কুল বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

পাঠশালা স্কুল বধ্যভূমি

একাত্তরের ১৮ ডিসেম্বর যে বধ্যভূমিটি নওগাঁবাসী আবিষ্কার করে, সেখানে কোন পুরুষের লাশ পাওয়া যায়নি। ১৪ থেকে ৩৫ বছর বয়সী অগণিত লাশ পাওয়া যায় সেখানে। নওগাঁ সদরের পাড় নওগাঁ পাঠশালা স্কুলে ছিল এই বধ্যভূমি। এখানে একটি বড়সড় পানির কুয়ো ছিল। মেয়েদের ধরে এনে এই কুয়ো সংলগ্ন একটা ঘরে প্রথমে পর্যায়ক্রমে কয়েকদিন ধরে পাক সেনারা তাঁদের ধর্ষণ করত। তারপর তাঁদের জবাই করে অথবা জীবন্ত অবস্থায় হাত-পা বেঁধে কুয়োর ভিতরে নিক্ষেপ করে হত্যা করত। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-৬৯; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪০৭; মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, প্রথম খন্ড-আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১২০)