তাজ সিনেমা হল বধ্যভূমি
নওগাঁ সদরে তাজ সিনেমা হলের কাছে পুরনো পশু হাসপাতালটি পেরিয়ে উত্তর দিকে কিছু দূর গেলেই দেখা যাবে ছোট একটি মসজিদ। তার পাশেই রয়েছে একটি দালান বাড়ি। সেখানে বসবাস করতো এক বিহারি ব্যবসায়ী, নাম ইদ্রিস। তার বাসার ভিতর যেতেই যে কেউ চমকে উঠবেন। দেখতে পাবেন দুই ঘরের ভিতরে নির্মম হত্যার প্রমাণ চিহ্ন। একটি ঘরে অনেক দড়ি ঝুলে আছে। আর অপরটিতে রয়েছে অসংখ্য বাঙালির রক্তের ছাপ।
বিহারি ব্যবসায়ীরা খান সেনাদের সহযোগিতায় যেসব বাঙালিদের ধরে এনে জবাই করত, তাঁদের রক্তে তার হাত রঞ্জিত করত। এরপর সে রক্ত দিয়ে ঘরের জানালা রাঙ্গিয়ে নিতো, যেন আলতা দিয়ে সাজানো হয়েছে। ইদ্রিসের বাড়ির ভিতর কাঁচা কূপটি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এখনও সে কূপের ভেতরে দড়ি দেখা যায়। কুপটিতে অজ্ঞাত বাঙালির লাশ চাপা রয়েছে। আর এর পাশেই দেখা যায় প্রচুর রক্তের দাগ। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক পূর্বদেশ, ১৫ ফেব্রুয়ারি ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-৬৮-৬৯; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০৮)