You dont have javascript enabled! Please enable it! পাকুরিয়া হাই স্কুলে বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

পাকুরিয়া হাই স্কুলে বধ্যভূমি

মান্দা থানার পাকুরিয়া গ্রামে ১৯৭১ সালের ২৮ অগাস্ট সংঘটিত হয় এক বর্বর গণহত্যা। ঐ দিন ভোরের দিকে পাকসেনা ও তাঁদের এ দেশীয় দোসররা পাকুরিয়া গ্রামে প্রবেশ করে শান্তি কমিটি গঠনের ঘোষণা দেয়।

গ্রামের লোকজনকে জোর করে স্থানীয় হাই স্কুলে মাঠে জড়ো করে তারা। ঐ দিন ১২৮ জন নিরীহ গ্রামবাসীকে স্কুল মাঠে বসিয়ে মেশিনগানের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডে পাকুরিয়া হাই স্কুল মাঠ পরিণত হয় এক বৃহৎ বধ্যভূমিতে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক বাংলা, ৪ এপ্রিল ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-৬৭-৬৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪০৭-৪০৮; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৫২)