You dont have javascript enabled! Please enable it!

দিনাজপুরের সেতাবগঞ্জের গণকবরের উপর বাড়ি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান হানাদার বাহিনী প্রতিরোধের মুখে পড়ে। সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে বাঙালি ইপিআর সদস্যসহ মুক্তিযোদ্ধাদের যোগাযোগ এবং চলাচলের ক্ষেত্রে বোচাগঞ্জের সেতাবগঞ্জ চিনিকল বড় ভূমিকা পালন করে। এখানকার ট্রাক্টরসহ অন্যান্য গাড়িগুলোকে ব্যবহার করত তারা। এই সহযোগিতার জন্য মুক্তিযোদ্ধারা অনেক তৎপর হয়ে হানাদারদের পথে পথে প্রতিরোধ করতে থাকে।

বোচাগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাফরুল্লাহ জানান, যুদ্ধের শেষ দিকে চিনিকলের এক কিলোমিটার জুড়ে হানাদাররা বাঙালি নিধন চালায়। চিনিকল এলাকাটি আসলে একটি বধ্যভূমি।

চিনিকল রোডে আনসার ক্লাবে পাক হানাদার ক্যাম্প স্থাপন করায় তারা এখানে কয়েকশ লোককে হত্যা করে। এখানে বিভিন্ন এলাকা থেকে নারীদের ধরে এনে ধর্ষণ করত। আনসার ক্লাবের কাছে একটি গর্তে একসঙ্গে শতাধিক লাশ পুঁতে রাখে। এঁদের বিভিন্ন এলাকা থেকে ধরে আনায় সঠিক পরিচয় পাওয়া যায়নি। এই গণকবর কেউ সংরক্ষণ করেনি। স্থানটি রেলওয়ে জায়গা হওয়ায় এই গণকবরটির উপর এখন বাড়ি তৈরি হয়েছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!