You dont have javascript enabled! Please enable it! মোহাম্মদপুর থানা উত্তর সীমান্ত বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

মোহাম্মদপুর থানা উত্তর সীমান্ত বধ্যভূমি

ঢাকার মোহাম্মদপুর থানার উত্তর সীমান্তে পাঁচটি গণকবরের সন্ধান পাওয়া যায়। এই গণকবরগুলোতে শতশত মানুষের কঙ্কাল রয়েছে বলে গ্রামবাসীরা জানান। পাকহানাদার বাহিনী ও রাজাকার-আলবদরেরা নারী-পুরুষ-শিশু নির্বিশেষে নিরীহ বাঙালিদের হত্যার পর এখানে মাটিচাপা দেয়। প্রাপ্ত বেশ কয়েকটি কঙ্কালের খুলিতে লম্বা চুল ও চুড়ি দেখে বোঝা যায় এগুলো নারীদের দেহাবশেষ। স্থানীয় অধিবাসীরা জানান, এ এলাকায় আরো অনেক গণকবর রয়েছে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক বাংলা, ২৪ ফেব্রুয়ারি ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-২১৮-২১৯; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৪৬৫)