You dont have javascript enabled! Please enable it!

মোহাম্মদপুর থানা উত্তর সীমান্ত বধ্যভূমি

ঢাকার মোহাম্মদপুর থানার উত্তর সীমান্তে পাঁচটি গণকবরের সন্ধান পাওয়া যায়। এই গণকবরগুলোতে শতশত মানুষের কঙ্কাল রয়েছে বলে গ্রামবাসীরা জানান। পাকহানাদার বাহিনী ও রাজাকার-আলবদরেরা নারী-পুরুষ-শিশু নির্বিশেষে নিরীহ বাঙালিদের হত্যার পর এখানে মাটিচাপা দেয়। প্রাপ্ত বেশ কয়েকটি কঙ্কালের খুলিতে লম্বা চুল ও চুড়ি দেখে বোঝা যায় এগুলো নারীদের দেহাবশেষ। স্থানীয় অধিবাসীরা জানান, এ এলাকায় আরো অনেক গণকবর রয়েছে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক বাংলা, ২৪ ফেব্রুয়ারি ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-২১৮-২১৯; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৪৬৫)