সূত্রাপুর লোহারপুল বধ্যভূমি
স্বাধীনতা যুদ্ধকালে পাকসেনা ও তাদ্দের দোসর রাজাকাররা বহু মানুষকে ঢাকার সূত্রাপুর লোহার পুলের উপর এনে হত্যা করেছে। এই পুলের ওপর দাঁড় করিয়েই তারা প্রখ্যাত বিজ্ঞানি ড. হরিনাথ দেকে গুলি করে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-২৯; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৫৮; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২১০)