হরিরামপুর গোরস্থান বধ্যভূমি
ঢাকার মিরপুরের হরিরামপুরে বধ্যভূমি রয়েছে। হরিরামপুর গোরস্থান সংলগ্ন একটি গর্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। তার মধ্যে যে চারজন বুদ্ধিজীবীর লাশ সনাক্ত করা হয়, তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সন্তোষ ভট্টাচার্য, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ড. সিরাজুল হক খান ও আ. ন. ম. ফয়জুল মহী এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মোহাম্মদ মোর্তজা।
অপর এক গর্তে আরও তিনজনের গলিত লাশ উদ্ধার করা হয়, তারা হলেন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ড. এম. এ. খায়ের, ইংরেজি বিভাগের রাশীদুল হাসান এবং বাংলা বিভাগের মোফাজ্জল হায়দার চৌধুরী। শহীদদের আত্মীয়স্বজন এসব লাশ সনাক্ত করেন। গর্ত খুঁড়ে যখন তাঁদের লাশ তোলা হয় তখনও তাঁদের প্রত্যেকের চোখ বাধা ছিল। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক পূর্বদেশ, ৫ জানুয়ারি ১৯৭২; দৈনিক বাংলা, ৫ জানুয়ারি ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-২৪-২৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৬২)