বসিলা ইটখোলা বধ্যভূমি
ঢাকার মিরপুরের বসিলার ইটখোলা বধ্যভূমিতে পাক বাহিনী বিভিন্ন জায়গা থেকে লোকদের ধরে এনে হত্যা করত। স্বাধীনতার পর এখানে বহু মানুষের মাথার খুলি ও হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক সংবাদ, ২৩ জানুয়ারি ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-১৮৪-১৮৫)