You dont have javascript enabled! Please enable it! শিয়ালবাড়ি বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

শিয়ালবাড়ি বধ্যভূমি

ঢাকার কেন্দ্র থেকে ১৩ মাইল উত্তরে মিরপুরের উপকণ্ঠে শিয়ালবাড়ি ছিল একটি গ্রাম। বর্তমানে এটি মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের অদূরে প্রশিকা ভবনের পিছন দিকে অবস্থিত। যুদ্ধকালে শিয়ালবাড়ি এলাকাটিকে পাক হানাদার বাহিনী বধ্যভূমি ও গণকবর হিসেবে ব্যবহার করে। যুদ্ধের নয় মাস জুড়ে তারা এখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। স্বাধীনতার পর শিয়ালবাড়ির ঝোপে, জঙ্গলে, গর্তে, কুয়োয়, গ্রামের প্রায় সর্বত্র পাওয়া গেছে অসংখ্য মানুষের মাথার খুলি ও হাড়। আনুমানিক ৩০/৪০ হাত গভীর দুটি কুয়োয় প্রতিটিতে প্রায় একশত নরকঙ্কাল পাওয়া যায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক পূর্বদেশ, ৭ ও ৮ জানুয়ারি ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-২২-২৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৩৬২; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১৩৯-১৪০)