You dont have javascript enabled! Please enable it! রোকেয়া হল গণকবর - সংগ্রামের নোটবুক

রোকেয়া হল গণকবর

একাত্তরের ২৫ মার্চ রাতে পাকহানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাস রোকেয়া হলে আক্রমণ চালায়। তারা হলে অবস্থানরত চতুর্থ শ্রেণীর কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যসহ মোট ৪৬ জনকে হত্যা করে। এই লাশগুলো মাটিতে পুঁতে তার ওপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেয় তারা। স্বাধীনতার পর রোকেয়া হলের এই গণসমাধি খনন করে প্রায় ১৫টি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক পূর্বদেশ, ১৮ জানুয়ারি ও ২১ এপ্রিল ১৯৭২; দৈনিক ইত্তেফাক, ২১ এপ্রিল ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-৩১-৩৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৩৫৭; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৬০; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, অষ্টম খন্ড-হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৩৫-৩৬, ৪৭; গণহত্যা ও বধ্যভূমি ৭১-সাঈদ বাহাদুর, পৃ.-১১)