You dont have javascript enabled! Please enable it! আদাবর গণকবর - সংগ্রামের নোটবুক

আদাবর গণকবর

ঢাক্র মোহাম্মদপুর জয়েন্ট কলোনি ও কল্যাণপুর বাস ডিপোর মাঝামাঝি আদাবর গ্রামটি অবস্থিত ছিল। ১৯৭২ সালে এখানে বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া যায়। এসব গণকবর থেকে শতশত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। পাকিস্তানি সেনা বাহিনী, রাজাকার ও আলবদর বাহিনী এখানে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে বলে এলাকাবাসী উল্লেখ করেন। এছাড়া এখানে একটি মসজিদের পাশে পাওয়া গেছে সর্ববৃহত গণকবরটি। বিভিন্ন স্থান থেকে নিরাপরাধ, নির্দোষ মানুষদের ধরে এনে এখানে নিষ্ঠুরভাবে হত্যা করে মাটিচাপা দেওয়া হতো। স্বাধীনতার পর পর স্থানীয় অধিবাসীরা এখান থেকে অসংখ্য লাশ ও কঙ্কাল উদ্ধার করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক বাংলা, ২৬ ফেব্রুয়ারি ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-২০-২১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৩৬০; মুক্তিযুদ্ধ কোষ, প্রথম খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৯৪)