You dont have javascript enabled! Please enable it! রায়েরবাজার বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

রায়েরবাজার বধ্যভূমি

একাত্তরের পঁচিশে মার্চ থেকেই মিরপুরের রায়েরবাজার এলাকা পাকহানাদারদের অন্যতম বধ্যভূমিতে পরিণত হয়। এখানকার প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ছিল এও বধ্যভূমি। যুদ্ধের নয়টি মাস পাকহানাদার, আলবদর ও রাজাকাররা এখানে বাঙালি নিধনযজ্ঞ চালায়। একাত্তরের ১৮ ডিসেম্বর রায়েরবাজার এই বধ্যভূমিটি আবিষ্কৃত হয়। ঐ দিন রায়েরবাজারের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য লাশ উদ্ধার করা হয়। এছাড়া এখানকার বিস্তীর্ণ মাঠ ও মাটির ঢিবির মধ্যে পড়ে ছিল অসংখ্য নরকঙ্কাল। এই বধ্যভূমিতেই বুদ্ধিজীবীদের ধরে এনে হত্যা করা হয়েছিল।  (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-৩৩-৩৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৩৬০; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৫২)