You dont have javascript enabled! Please enable it!

জিঞ্জিরা গ্রাম বধ্যভূমি

একাত্তরের ২ এপ্রিল সকালে পাকহানাদার পচিশে মার্চের কালরাতের পর ভীত-সন্ত্রস্ত ঢাকাবাসী নগর ছেড়ে পালিয়ে এই গ্রাম আশ্রয় নিয়েছিল। কিন্তু তাঁদের শেষ রক্ষা হয়নি। ২ এপ্রিল পাকসেনারা এই গ্রামে হামলা চালালে প্রাণ দিতে হয় অসংখ্য মানুষকে। তারা পুরো গ্রাম জুড়ে লুট, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাকাণ্ডের পর গ্রামের সর্বত্র ছড়িয়ে ছিল শত শত লাশ। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক পূর্বদেশ, ২০ জানুয়ারি ও ৩ এপ্রিল ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-৩৫, ২২০-২২১; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, অষ্টম খন্ড-হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৪১২)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!