জগন্নাথ হল বধ্যভূমি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল একটি বধ্যভুমির নাম। একাত্তরের ২৫-২৬ মার্চ এই হলে অবস্থানরত নিরস্ত্র ছাত্র-শিক্ষক-কর্মচারীদের ওপর নৃশংস নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায় পাকহানাদার বাহিনী। তারা হলের ৩ জন শিক্ষক, ৩৪ জন ছাত্র ও ৪ জন কর্মচারীকে গুলি করে হত্যা করে এবং হলের মাঠে বিরাট গর্ত করে লাশগুলো পুঁতে ফেলে। পরে বুলডোজারের সাহায্যে তাঁদের লাশ মাটিচাপা দেওয়া হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ দৈনিক পূর্বদেশ, ২৩, ২৫ ও ২৯ ফেব্রুয়ারি ১৯৭২; একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-২৬-২৮; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৫৬-৩৫৭; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১৩৫-১৩৬)