You dont have javascript enabled! Please enable it! রাজারবাগ পুলিশ লাইন বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

রাজারবাগ পুলিশ লাইন বধ্যভূমি

রাজারবাগ পুলিশ লাইন ছিল পাকবাহিনীর অন্যতম নির্যাতনকেন্দ্র। এখানে একটি বধ্যভূমিও রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকবাহিনী এখানকার পুলিশ ব্যারাক আক্রমণ করে প্রায় দুই হাজার বাঙালি পুলিশ সদস্যকে হত্যা করে। যুদ্ধের পরবর্তী সময়গুলোতে এই কেন্দ্রে অনেককেই নির্যাতন করে হত্যা করা হয়। পাকবাহিনী এখানে নারিদের ওপরেও নির্যাতন চালায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর-সুকুমার বিশ্বাস, পৃ.-৩৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৫৮; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৪৬; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, অষ্টম খন্ড-হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৪৮)