You dont have javascript enabled! Please enable it! পীরগঞ্জের জগথা গ্রাম বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

পীরগঞ্জের জগথা গ্রাম বধ্যভূমি

ঠাকুরগাও এর পীরগঞ্জের বড় গণকবরটি এখনো অবহেলিত অবস্থায় রয়েছে। ৪০ বছরেও চিহ্নিতকরণ কিংবা খননের উদ্যোগ না নেওায় কালক্রমে বধ্যভুমিগুলোর অবস্থান হারিয়ে যাচ্ছে।

পীরগঞ্জে শহরের ২ কিলোমিটার পশ্চিমে জগথা গ্রামে রয়েছে একটি গণকবর। গ্রামের বৃদ্ধ দরিমান আলি জানান, মুক্তিযুদ্ধের সময় রাজাকারের সহযোগিতায় পাকবাহিনী বাঙালিদের ধরে এনে এখানে গুলি করে মারে। সেসময় এখানে প্রায় ২শ মানুষকে হত্যা করা হয়। পাশের গ্রামের আলাউদ্দিন জানান, তার বাবা জামালউদ্দিন সহ একই পরিবারের ৮ জনকে এখানে হত্যা করা হয়। কিন্তু গণকবরটিকে সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, ১৯৭১ সালে এক মায়ের ৪ সন্তান জামালউদ্দিন আহমেদ, লতিফর রহমান, হাসান আলি ও আজিজুর রহমানকে এখানে হত্যা করা হয়।