You dont have javascript enabled! Please enable it! জেলার প্রথম শহীদ - সংগ্রামের নোটবুক

জেলার প্রথম শহীদ

একাত্তরের ২৭ মার্চ রিকশাচালক মোহাম্মদ আলী ও ২৮ মার্চ কিশোর নরেশ চৌহান ইপিআরের গুলিতে নিহত হয়। রাস্তার পাশেই তাঁদের সমাহিত করা হয়। তৈরি করা হয় স্মৃতিস্তম্ভ। ১৫ এপ্রিল আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত প্পাক বাহিনীর দখলে চলে যায় ঠাকুরগাঁও।