You dont have javascript enabled! Please enable it!

জেলা সদর পানির ট্যাঙ্ক মাঠ বধ্যভূমি

একাত্তরে টাঙ্গাইলে পাকিস্তানিরা ব্যাপক ধ্বংস ও হত্যাযজ্ঞ চালিয়েছে। স্বাধীনতার পর টাঙ্গাইল শহরের পানির ট্যাংকের কাছে ডি-কোয়ার্টারের পিছনে ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের কোয়ার্টারের সম্মুখে আবিষ্কৃত হয়েছে অনেকগুলো গর্ত। এসব গর্তে পাওয়া গেছে অসংখ্য নরকঙ্কাল। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: দৈনিক বাংলা, ৭ ফেব্রুয়ারি ১৯৭২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম. এ. হাসান, পৃ.-৩৬৮; একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১০৭)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!