কুমার নদ সেতু বধ্যভূমি
ঝিনাইদহ শৈলকূপা কুমার নদের সেতুটিও (ব্রিজ) পাকসেনা ও রাজাকারদের বধ্যভূমি ছিল। বিভিন্ন এলাকা থেকে বাঙালিদের ধরে এনে এখানে হত্যা করে তাঁদের লাশ এ সেতুর উপর থেকে নদীতে নিক্ষেপ করত পাক সেনা ও রাজাকাররা। শৈলকূপার বিশিষ্ট চিকিৎসক ডা. মরোরঞ্জন জোয়ার্দ্দারকে জীবিত অবস্থায় গলায় সিমেন্টের বস্তা বেঁধে এ সেতু থেকে নদীতে নিক্ষেপ করা হয়েছিল। এমনভাবে অনেককেই এখানে পাক সেনারা হত্যা করে।