You dont have javascript enabled! Please enable it! কবিরপুর গ্রাম বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

কবিরপুর গ্রাম বধ্যভূমি

ঝিনাইদহ শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের প্রমথ ভূষণ সাহার দোকানের সামনে আম বাগান ও জামরুল গাছের নিচে পাক সেনাদের বধ্যভূমি ছিল। বিভিন্ন এলাকা থেকে বাঙালিদের ধরে এনে এখানে হত্যা করা হত। এপ্রিলে শৈলকূপার হরিদাশ সাহা, নারায়ণ সাহা, গৌর গোপাল সাহা, শিশির সাহা, নৃপেন অধিকারী ও কার্তিক চন্দ্রকে বাড়ি থেকে ধরে এনে হত্যা পর এখানে লাশ ফেলে যায়। কিন্তু পরবর্তীতে আম বাগান ও জামরুল গাছের চিহ্ন নেই। এখানে গড়ে উঠেছে অনেক দোকানপাট।