You dont have javascript enabled! Please enable it!

কামান্না গণকবর

শৈলকূপা থানার কামান্না গ্রামে রয়েছে বধ্যভূমি ও গণকবর। কামান্না শৈলকূপা থানা সদর থেকে ১৪ কিলোমিটার পূব দিকে কুমার নদীর উত্তর পাড়ের ছোট্ট একটি গ্রাম। পাক হানাদার ও তাঁদের দোসর রাজাকাররা এই গ্রামেই ২ জন সহযোগীসহ ২৭ জন মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে। এখানকার ৫টি গণকবরে এঁদেরকে সমাহিত করা হয়। এঁদের মধ্যে রয়েছে মমিন, কাদের, শহীদুল, স্লেমান, রাজ্জাক প্রমুখ। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম. এ. হাসান, পৃ.-৩৯৭; একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১২৯-১৩০; দৈনিক সংবাদ, ২৭ নভেম্বর ১৯৭২)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!