You dont have javascript enabled! Please enable it!

ঝিনাইদহ ক্যাডেট কলেজ বধ্যভূমি

স্বাধীনতা সংগ্রামের প্রথম থেকেই ঝিনাইদহ ক্যাডেট কলেজের সকল কর্মচারী ও অধ্যাপক যে প্রতিরোধ গড়ে তোলায় পাকসেনারা বারবার তাঁদের প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হয়। তবে শেষ রক্ষা হয়নি, ১৬ এপ্রিল পাকবাহিনী ঝিনাইদহ আক্রমণ করে। তারপরই শুরু হয় নির্যাতন ও হত্যা। পাকসেনারা ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল রহমান, অধ্যাপক হালিম খান, মালি আব্দুস সাত্তার, চৌকিদার গাজী ও চৌকিদার সইজুদ্দীন প্রমুখকে নির্যাতন করে হত্যা করে। তৈরি হয় এক বধ্যভূমি। এই বধ্যভূমিতে অসংখ্য মানুষকে পরে হত্যা করা হয়েছে বলে জানা যায়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১২৮-১২৯; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, অষ্টম খণ্ড হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৫৩৫-৫৩৮; বাংলাদেশের গণহত্যা, বাংলার বাণী’র বিশেষ সংখ্যা, ১৯৭২)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!