দাশেরবাড়ি বধ্যভূমি
একাত্তরের ১১ জৈষ্ঠ্য বা ২৫ মে সকাল ১১টার দিকে হানাদাররা কাঁঠালদিয়া ঘাটে স্পিডবোট থামিয়ে দু’দিক থেকে গ্রামে ঢুকে পড়ে। কাঁঠালদিয়া উপজেলার আমুরা ইউনিয়নের দাশের বাড়ি নামক স্থানে ৩৯ জন সাধারণ গ্রামবাসীকে হত্যা করে তারা। স্থানীয় মুক্তিযোদ্ধা নারায়ণ কাঞ্জি লালা বাবুল ঠাকুর এ বধ্যভূমির কথা জানান। স্থানটি এখনও আছে, তবে কোনো স্মৃতি স্তম্ভ নেই।