ডুমুরদিয়া বধ্যভূমি
ঝালকাঠীর ৮/১০ গ্রামের বিশাল এলাকা জুড়ে রয়েছে পেয়ারার গহীন বাগান। শতাব্দীকাল ধরে বানিজ্যিক ভাবে এখানে পেয়ারা চাষ করছে স্থানীয়রা। স্থানীয় ভাষায় গ্রামগুলোকে বিলাঞ্চল বা পেয়ারা বিল বলা হয়। জেলা সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নটির হিন্দু ধর্মাবলম্বী অধ্যূষিত এমন একটি গ্রাম ডুমুরিয়া। একাত্তরের ১০ জুন এ গ্রামের পেয়ারা বাগান থেকে ১৯ জনকে ধরে এনে ঐ গ্রামেরই স্থানীয় একটি ক্লাবের কাছে খাল পাড়ে গুলি করে হত্যা করা হয়। এদের বেশির ভাহই ছিলেন মুক্তিযোদ্ধা মানিক বাহিনীর সদস্য। ক্লাবটী এখনও আছে। কয়েক বছর আগে ক্লাব কতৃপক্ষ এখানে একটি শহীদ ফলক নির্মাণ করেছে। স্থানীয় বীরেন রায়, শ্যামলসহ আরো কয়েকজন গ্রামবাসী জানান, এখানকার পেয়ারা বাগানে আশ্রয় নেওয়া আরও অসংখ্য মানুষকে এ জায়গায় বিভিন্ন সময়ে হত্যা করা হয়। শ্যামল সরকারের ঝালকাঠীর মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থেও এ জায়গাটির উল্লেখ রয়েছে।